Laravel for Back-end Web Development Bangla Course
Laravel – দিয়ে ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট শিখুন
ব্যাক-এন্ড ডেভেলপমেন্টের জন্য PHP এর ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে লারাভেলই সবচেয়ে জনপ্রিয়! এই কোর্সে বেসিক থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত Laravel এর ফিচারগুলো শিখুন।
How To Download Course With Smartphone
জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক হিসেবে Laravel এর অবস্থান সবসময় শীর্ষ তালিকায় থাকে। এর বেশ কিছু সুযোগ সুবিধার জন্য এটি সবসময়ই বেশ ডিমান্ডে থাকে।
এই কোর্সটির শুরুতে আপনি Laravel এর বেসিক কিছু ফিচার যেমন, Views, Routes, Controllers, Migration ইত্যাদি নিয়ে জানবেন। যেহেতু Laravel একটি MVC (Model-View-Controller) ফ্রেমওয়ার্ক, তাই প্রথমেই View ও Controller নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। Learn More Rabbil hasan laravel bangla course
Laravel এর Model এবং Migrations নিয়ে ধারণা দেয়া হবে এর পরের সেগমেন্ট Accessing Database এ। Model কীভাবে ডিজাইন করতে হয়, Model এর query কীভাবে লিখতে হয়, কী কী উপায়ে একাধিক টেবিলের রিলেশন তৈরি করা হয় তা শিখবেন। এইটুক শিখে আপনি একটি লারাভেল প্রজেক্ট তৈরির জন্য প্রস্তুত হয়ে যাবেন। তাই এরপর একটি কমপ্লিট ই–কমার্স প্রজেক্ট করে দেখানো হবে। Learn More E-Shikhon Laravel Course Free Download
প্রথম প্রজেক্ট শেষে আপনি লারাভেলের Syntax নিয়ে ভালো ধারণা পেয়ে যাবেন। তাই পরবর্তী সেগমেন্ট Diving Deep এ লারাভেলের এডভান্সড ফিচার (Middlewares, Ajax API, RESTful API, Form Validation) নিয়ে আলোচনা করা হবে। শেষমেশ লারাভেল যখন পুরোপুরি আপনার আয়ত্তে চলে আসবে, তখন ফ্রেমওয়ার্কটি ভালোভাবে রপ্ত করার জন্য আরও একটি প্রজেক্ট ডেভেলপ করে দেখানো হবে, যেটি হবে ফেইসবুকের ক্লোন একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। প্রজেক্টগুলো শেষে ওয়েবসাইট পাবলিশ করার কাজটি এবং সেই সাথে পেমেন্ট গেটওয়ে তৈরি করে দেখানো হবে।
কোর্স শেষে আপনি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একজন পরিপূর্ণ ওয়েব ডেভেলপার হিসেবে প্রস্তুত হয়ে উঠবেন!
কোর্সটি কাদের জন্য?
- ইউনিভার্সিটির শিক্ষার্থী, ফ্রেশ গ্র্যাজুয়েট বা ইয়াং প্রফেশনাল – যাদের PHP নিয়ে পূর্বের কোন ধারণা নেই
- কিংবা CSE মেজরের বাইরে যারা ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়তে PHP ও PHP Frameworks (Laravel, Lumen, CakePHP, etc.) শিখতে চান
কোর্সের জন্য কী কী লাগবে?
- যেহেতু Laravel একটি PHP ফ্রেমওয়ার্ক, তাই PHP নিয়ে ধারণা থাকতে হবে এবং PHP তে যেকোনো একটি প্রজেক্ট করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের টেকনলোজি যেমন, HTML, CSS, JavaScript এবং ডেটাবেজের জন্য MySQL নিয়ে বেসিক ধারণা থাকতে হবে।
Message Our Telegram Channel For Password
if Download any problem or need any course join the group and tell your problem Facebook & WhatsApp Or Comment Us
How to Download Our Course With Desktop